ESTD: 2003
আমাদের সন্তানরা যাতে আরবি ভাষা সহজেই আয়ত্ব করে – এই ভাষা বুঝা, লেখা, পড়া ও কথোপকথনে দক্ষ হয়ে উঠতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই বিভাগটি চালু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে আমাদের প্রতিষ্টানের ছাত্ররা সমসাময়িক আরবি শিখতে পারবে। বিশেষভাবে বহুবিদ বাক্যের গঠন – প্রণালী, দৈনন্দিন জীবন-যাত্রা, আগ্রহ, পরিবেশ-প্রতিবেশ, ঘটনা সম্পর্কে আরবিতে তাদের মনোভাব প্রকাশ ও শ্রবণ দক্ষতা অর্জন এবং সর্বোপরি কুরআন সুন্নাহ সস্পর্কিত বিষয়াবলী বুঝতে সক্ষম হবে।