ESTD: 2003
১. আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাই আওলাদিনা – বই (১ – ১২)
লেখক : ড. আব্দুর রহমান বিন ইবরাহীম আল ফাওযান
এ সিরিজটি সর্বাধুনিক শিখন কৌশলে ৫-১৮ বছরের শিশু-কিশোরেরা দ্বিতীয় কোন ভাষার ব্যবহার ছাড়াই শিশুর মায়ের ভাষা শেখার মতই শোনা ও বলার মধ্য দিয়ে ভাষার প্রাথমিক জ্ঞান রপ্ত করার পর পর্যায়ক্রমে ভাষার গভীরে প্রবেশ করে। অন্যকোন ভাষার মাধ্যম ছাড়া সুস্পষ্ট অর্থ অনুধাবনের জন্য ছবি-নির্ভর এ সিরিজের বইয়ের সংখ্যা ১২টি। প্রথম ৯টি বই শিশু-কিশোরদের মনন একইসাথে তাদের জন্য আনন্দদায়ক ও শিক্ষামূলক বই হিসেবে রচিত।
সিরিজটির সাথে রয়েছে শিখন-বান্ধব অডিও কন্টেন্টসহ ওয়েবসাইট, QR Code স্ক্যান এর মাধ্যমে রয়েছে পাঠসমূহ শোনার সুবিধা। শিশু-কিশোরদের কাছে আরবি শেখাকে সহজ ও প্রিয় করে তুলতে নেয়া হয়েছে শৈল্পিক ও প্রযুক্তিগত প্রচেষ্টা, রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি ও ল্যাঙ্গুয়েজ গেমস ইত্যাদি।