হিফজুল কুরআন বিভাগ

পাঠ্যসূচি

ক্রমিক বিষয় পাঠ্যবই মার্কস মন্তব্য
০১ আল-কুরআন ১- ৩০ পারা ০১
০২ ইলমুত তাজবীদ তালিমুল কুরআন শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ১০০ মৌখিক ও লিখিত
০৩ আকাইদ ও ফিকহ ১০০
০৪ মাসিক মূল্যায়নী গড়ফল তাজভীদের পরিচিতি মৌলিক শিক্ষা তুহফাতুল হুফফাজ এর তাজভীদ অংশ যা হবে দৈনিক উপস্থিতি - ৩০
০৫ সাধারণ জ্ঞান তালিমুল কুরআন শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ১০০ ক্লাস অধ্যয়ন বিভাগে পঠিত
০৬ আরবি ভাষা শিক্ষা আল আরাবিয়্যাতু বাইনা ইয়াদাই আওলাদিনা (১-১২) ১০০

পরীক্ষা ও নম্বর বন্টন :

১. বছরে মোট ৩ টি সেমিস্টার ৭০ মার্ক করে পরীক্ষা হবে।

২. ক্লাস অধ্যায়ন বিভাগের ৩ টি টিউটেরিয়াল পরীক্ষা ৩০ মার্ক করে নেওয়া হবে।

৩. মাসকি মূল্যায়নী ফলাফল যোগ হবে।

৪. হিফজুল কুরআন ও তাজবীদে ২ টি টিউটেরিয়াল হবে ১৫ মার্ক করে। ১৫ + ১৫ = ৩০

৫. ৩ টি সেমিস্টার একত্রিত করে বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরী হবে।

পরীক্ষা পদ্ধতি

১. নতুন সবক এর পরীক্ষা

নতুন সবক তিন ভাগে বিভক্ত

১. আধা পৃষ্ঠা

২. এক পৃষ্ঠা

৩. দুই পৃষ্ঠা

আধাপৃষ্ঠা করে তিন মাসে ৪৫ পৃষ্ঠা
১. মাসিক পরীক্ষা, দুই মাসে ১৫ + ১৫ = ৩০
২. আধাপৃষ্ঠা করে পাঁচটি প্রশ্ন ১০ × ৫ = ৫০
৪. লম্বা প্রশ্ন ২ পৃষ্ঠা করে ১৫
মোট ১০০
এক পৃষ্ঠা করে তিন মাসে ৯০ পৃষ্ঠা
১. মাসিক পরীক্ষা, দুই মাসে ১৫ + ১৫ = ৩০
২. একপৃষ্ঠা করে ৪ টি প্রশ্ন ১০ × ৪ = ৪০
৩. আয়াতে মুসাবাহতা ২ টি প্রশ্ন ৫ × ২ = ১০
৪. লম্বা প্রশ্ন দুইটি ৪ পৃষ্ঠা করে ১০ × ২ = ২০
মোট ১০০
দুই পৃষ্ঠা করে তিন মাসে ১৮০ পৃষ্ঠা
১. মাসিক পরীক্ষা, দুই মাসে ১৫ + ১৫ = ৩০
২. দুই পৃষ্টা করে চারটি প্রশ্ন ১০ × ৪ = ৪০
৩. আয়াতে মুসাবাহাত দুইটি প্রশ্ন ৫ × ২ = ১০
৪. লম্বা প্রশ্ন দুইটি ৬ পৃষ্ঠা করে ১০ × ২ = ২০
৪. লম্বা প্রশ্ন দুইটি ৬ পৃষ্ঠা করে ১০ × ২ = ২০
মোট ১০০

আমুখতা পরীক্ষা

আমুখতা পরীক্ষা তিনভাগে বিভক্ত

১. চার পৃষ্ঠা

২. পাঁচ পৃষ্টা

৩. দশ পৃষ্ঠা

চার পৃষ্ঠা বিভাগ
১. মাসিক পরীক্ষা, দুই মাসে ১৫ + ১৫ = ৩০
২. ওয়াকফ, ইবতিদা, মাখরাজ ১০
৩. সর্ট প্রশ্ন চার পৃষ্ঠা করে দুইটা ৪ × ১০ = ৪০
৪. লম্বা প্রশ্ন চার পৃষ্ঠা করে দুইটা ২ × ১০ = ২০
পাঁচ পৃষ্ঠা বিভাগ
১. মাসিক পরীক্ষা, দুই মাসে ১৫ + ১৫ = ৩০
২. ওয়াকফ, ইবতিদা, মাখরাজ ১০
৩. সর্ট প্রশ্ন চারটা এক পৃষ্ঠা করে ৪ × ১০ = ৪০
৪. লস্বা প্রশ্ন পাঁচ পৃষ্ঠা করে দুইটা ২ × ১০ = ২০
দশ পৃষ্ঠা বিভাগ
১. মাসিক পরীক্ষা, দুই মাসে ১৫ + ১৫ = ৩০
২. ওয়াকফ, ইবতিদা, মাখরাজ ১০
৩. সর্ট প্রশ্ন চারটা এক পৃষ্ঠা করে ৪ × ১০ = ৪০
৪. লস্বা প্রশ্ন দশ পৃষ্ঠা করে দুইটা ২ × ১০ = ২০

তাজবিদ পরীক্ষা ১০০ মার্কের

তাজবিদ দুইভাগে বিভক্ত

১. মৌখিক ৫০ মার্ক

২. লিখিত ৫০ মার্ক

তাজবিদ মৌখিক পরীক্ষা
১. মাসিক পরীক্ষা ১০
যে কোনো ক্বারির অনুসরণ ১০
৩. মাকামাত ১০
৪. আধাপৃষ্ঠা করে চারটি প্রশ্ন থেকে তাজবিদ ৪ × ৫ = ২০
মোট ৫০

হিফজ কম্বাইন্ড ক্লাস অধ্যায়ন বিভাগের পাঠ্যসূচি

ক্রমিক বিষয় পাঠ্যবই মার্কস মন্তব্য
০১ আল-কুরআন ১- ৩০ পারা মদিনা মুনাওয়ারায় কিং ফাহাদ প্রেস থেকে প্রকাশিত ২০০ সবক নতুন পড়া
০২ সাধারণ জ্ঞান তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ১০০
০৩ ইলমুত তাজবিদ তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ১০০ মৌখিক ও লিখিত
০৪ আরবি ১ম ও ২য় মাদরাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ২০০
০৫ বিজ্ঞান ও সমাজ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ১০০ ক্লাস অধ্যয়ন বিভাগে পঠিত
০৬ বাংলা ১ম, ও ২য় মাদরাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ১০০
০৭ ইংরেজি ১ম, ২য় মাদরাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ১০০
০৮ আকাইদ ও ফিকহ তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ১০০ মৌখিক ও লিখিত
০৯ মাসিক মূল্যায়নী ফলাফল যা হবে দৈনিক উপস্থিতি