পাঠ্যসূচি

১. আল কুরআনুল কারিম, যা মুহাম্মদ (সা.) এর উপর অবতীর্ণ হয়েছে। যার ক্ষুদ্রতম সুরাও মানুরেষর জন্য চ্যালেঞ্জ। যেই গ্রন্থটি লিখিত মুসহাফে এবং বণির্ত তাওয়াতুর সূত্রে। যার তিলাওয়াত উত্তম ইবাদাত। সর্বোপরি সুরা ফাতিহা দিয়ে সূচিত এবং সূরা নাস দিয়ে সমাপ্ত।

২. মুকাদ্দিমাতুল জাযারিয়াহ – ড. শায়েখ আইমান আস-সয়াইদ ভর্তির যোগ্যতা :

১. সম্পূর্ণ কুরআন সুদৃঢ়ভাবে মুখস্থ থাকা।

২. তিলাওয়াত বিত তাজবিদ থাকা।

৩. আরবি ভাষা লিখা, পড়া ও বলার প্রাথমিক স্তর উত্তীর্ণ হওয়া।

৪. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।

৫. আল কুরআনের শিক্ষকতার প্রতি আগ্রহ থাকা।