১. মহামান্য শাইখ ডক্টর কারী আব্দুল্লাহ গালীন, মসজিদে নাবাবী শরীফের ইমাম শাইখ ড. আলী আল-হুযাইফির ছাত্র এবং মসজিদুল হারাম আন-নাবাবীর কিরাআত বিভাগের মহামান্য শিক্ষক ও সহকারী মহাসচিব খেদমাতুল ওয়াহইয়াইন ট্রাস্ট, মদীনা মুনাওয়ারাহ।
২. শাইখ কারি মুহামম্মাদ আব্দুল্লাহ শাহরী, ডক্টর কারী আব্দুল্লাহ গালানের ছাত্র এবং সৌদি শিক্ষা মন্ত্রনালয়ের গণীত বিষয়ের প্রফেসর।