ইলম হাসিলের মাধ্যমে খালিক তথ্য স্রষ্টাকে জানা, সৃষ্টির উদ্দেশ্য উপলব্ধি করা। মহান আল্লাহর ঘোষণা: 'হে রাসূল) আপনি বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য উদ্দেশ্য হাসিলে নিম্নোক্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আল কুরআনের হাফিজ তৈরীর জন্য যুগোপোযোগী ও বাস্তবসম্মত সিলেবাস প্রনয়ন করার মাধ্যমে উন্নত পরিবেশে হিফজের পাশাপাশি মাত্র পাঁচ বছরে ১ম থেকে ৭ম শ্রেণী পর্যন্ত পাঠদানের এক অপূর্রব সমন্বয় সাধান করেছে মুয়াজ বিন জাবাল (রা.) কুরআনিক ইনস্টিটিউট, সিলেট।
১. প্রস্তুতি ও উষ্ণায়ন
২. মৌখিক ভাবে পাঠদান ও শুনা
৩. আল ফাহম তথা মর্মঅনুধাৰন
৪. তিলাওয়াত বিশুদ্ধ করা
৫. ফিজ বা মুখস্থ করা
৬. শিক্ষককে শুনানো
৭. রবত বা সাত সবক
৮. আল-মোরাজাআ রিভিশন ( দৈনিক ও সাপ্তাহিক )
ইলম হাসিলের মাধ্যমে খালিক তথ্য স্রষ্টাকে জানা, সৃষ্টির উদ্দেশ্য উপলব্ধি করা। মহান আল্লাহর ঘোষণা: 'হে রাসূল) আপনি বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য উদ্দেশ্য হাসিলে নিম্নোক্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।