নাজারা বিভাগের লক্ষ্য উদ্দেশ্য ও বৈশিষ্ট্য

সমস্ত কুরআন মাজীদ তাজবিদ সহকারে নির্ভুলভাবে তেলাওয়াত করা এবং আরবি ভাষা পড়া, শোনা ও লেখার যোগ্যতা অর্জন করা।

লক্ষ্য ও উদ্দেশ্য :

  • ১। কোমলমতি শিশুদেরকে আধুনিক শিক্ষা পদ্ধতির ভিত্তিতে আল-কুরআনের জ্ঞান শেখানো।
  • ২। আল-কুরআনকে তাজভীদের কায়দা-কানুনের আলোকে বিশুদ্ধভাবে পড়া ও মুখস্থ করার জন্য যোগ্য করে গড়ে তোলা।
  • ৩। ইসলামী আক্বিদা বিশ্বাসের মূলনীতি, ফিকহ ও হাদীসের শিক্ষাদান ও ইসলামের সুন্দরতম চরিত্রে দীক্ষিত করা।
  • ৪। মাতৃভাষা বাংলার সাথে সম্পৃক্ত করে আন্তর্জাতিক ভাষা ইংরেজির সমন্বয় করে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সিলেবাসের আলোকে পড়াশোনার উপযুক্ত করে গড়ে তোলা।

বৈশিষ্ট্য:

  • ১। মসজিদুল হারাম ও মাসজিদে নববীতে শিশুদের জন্য নির্ধারিত পাঠ্যবই আল-কায়িদাতুল মাদানিয়া পড়ানো হয়।
  • ২। শিশুকাল থেকে বিশুদ্ধ আকিদা-বিশ্বাস গড়ে উঠানোর জন্য আল-কুরআন ও আল-হাদিস এবং সালফে সালে আক্বিদা বিশ্বাসের পূর্ণ অনুকরণ ও অনুশীলন।
  • ৩। হানাফি মাযহাবের ফিকহের অনুসরণে ব্যবহারিক জীবনের অত্যাবশ্যকীয় মাসাঈল নির্ধারিত পাঠ্যবই থেকে আকারে শিখানো হয় ।
  • ৪। শিশুদের মননশীলতা ও শারীরিক বিকাশের জন্য নির্ধারিত পিরিয়ডে খেলাধুলার আয়োজন করা হয়।
  • কণ্ঠ অনুশীলন : শিশুদের কণ্ঠ সুললিত ও শ্রুতিমধুর করার জন্য নির্ধারিত পাঠ্যসূচির আলোকে মাকামাত তথা মেথডলজি প্রশিক্ষণ প্রদান।
  • ৬. বয়স যোগ্যতাভেদে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড এর সিলেবাস অনুযায়ী ভর্তির মাধ্যমে শ্রেণিতে পাঠদান।